শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

শেখ ফরিদ আহমেদ, সাতক্ষীরা : সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে শুভাগমন স্মরণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বুধবার (২১ নভেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভ, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘মানবতার মুক্তির দূত মহানবী (সাঃ)কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্ব নবীর শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও নবীর রেখে যাওয়া হাদিস মেনে জীবন যাপন করলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে। মহানবীর জীবনীর সব কিছু মেনে চলে শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন।’

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।
শিক্ষার্থীদের মাঝে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জুলফিকার আব্দুল্লাহ, শামীমা ইসমত আরা, উম্মে হাবিবা, সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ, দীপা সিন্ধু তরফদার, মো. রবিউল ইসলাম, আনোয়ার কবির ও সহকারি শিক্ষক মমতাজ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে নবীর জীবনীর উপরে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মুসলিম উন্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক তাজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়