শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের পরিবেশ নিশ্চিতে ব্যর্থ সরকার ও ইসি: জে এস ডি

মোহাম্মদ রুবেল: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, জনগণ ভোট দিতে চায় কিন্তু ভোট দেয়ার পরিবেশ এখনও নিশ্চিত করতে ব্যর্থ সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।

জনগণের মধ্যে ব্যাপক নির্বাচনী উচ্ছাস কিন্তু জনগণের ভোটাধিকার প্রোয়োগের উপযোগী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না। এখনও পুলিশ ও প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়। প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এও বলেন তিনি।

বুধবার রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্ত রাজনৈতিক আন্দোলন নামে একটি সংগঠনের প্রার্থীরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ কওে মনোনয়ন ফ্রম নিতে আসলে এসব কথা বলেন তিনি।

আবদুল মালেক রতন বলেন, এ সময় আরও উপস্থিত ছিলেন, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি স্বরূপ হাসান শাহীন বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী যে আইনকানুন করেছে, তাতে কোনো সৎ, কোনো সাধারণ মানুষ, কোনো শ্রমিক, কৃষক, শিক্ষক নির্বাচন করতে পারবেন না। মাফিয়াদের নির্বাচন করার পথ করে নির্বাচন কমিশন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

এ সময় মুক্ত রাজনৈতিক আন্দোলন একটি নির্বাচনমুখী সংগঠন হিসাবে আদর্শিক নৈকট্য সংগঠন জেএসডির প্রতীক থেকে নির্বাচন করার সুযোগ দেয়ায় তাদের অভিবাদন জানান তিনি।

মুক্ত রাজনৈতিক আন্দোলনের স্বরূপ হাসান শাহীন সহ ২০ জনের অধিক নেতা জেএসডির দফতর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়