শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান করেও হারলো ভারত

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতকে ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএল মেথড) হারিয়ে সিরিজে লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়াকে ৪ রানে হারিয়ে দেয় অজিরা। যদিও স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান করেছে ভারত। এই জয়ের ফলে, ১-০ তে এগিয়ে রইলো ম্যাক্সওয়েলরা।

ব্রিসবেনে বুধবার (২১ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে বৃষ্টির বাগড়ায় অস্ট্রেলিয়া ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান। নির্ধারিত ১৭ ওভারে ডিএল মেথডে ভারতের জন্য টার্গেট দাঁড়ায় আরও বেশি। জিততে হলে তাদের করতে হতো ১৭৪ রান। তবে, টিম ইন্ডিয়া ১৭ ওভারে ৭ উিইকেট হারিয়ে তুলতে পারে ১৬৯ রান।

অস্ট্রেলিয়ান ওপেনার ডি আর্চি শর্ট ব্যক্তিগত ৭ রান করে ফেরেন। আরেক ওপেনার এবং দলপতি অ্যারন ফিঞ্চ ২৪ বলে করেন ২৭ রান। তিন নম্বরে নামা ক্রিস লিন ২০ বলে ৩৭ রান করেন একটি চার আর চারটি ছক্কায়। চার ছক্কায় ২৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন ম্যাক্সওয়েল। মার্কাস স্টোইনিস ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব দুটি, জাসপ্রিত বুমরাহ একটি, খলিল আহমেদ একটি করে উইকেট পেলেও উইকেট পাননি ভুবনেশ্বর কুমার এবং হারদিক পান্ডিয়া।

১৭ ওভারে ১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ব্যক্তিগত ৭ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান ব্যাটে ঝড় তোলেন। ৪২ বলে ১০টি চার আর দুটি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৭৬ রান। তিন নম্বরে নামা লোকেশ রাহুল ১৩, অধিনায়ক বিরাট কোহলি ৪, রিশব প্যান্ট ২০ রান করেন। দিনেশ কার্তিক ১৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। শেষ দিকে হারদিক পান্ডিয়া (২), ভুবনেশ্বর কুমার অপরাজিত ১ এবং কুলদীপ যাদব অপরাজিত ৪ রান করেন।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা দুটি আর মার্কাস স্টোইনিস দুটি করে উইকেট পান। একটি করে উইকেটের দেখা পান বেহরেনড্রফ, বিল্লি স্টানলেক এবং অ্যান্ড্রু টাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়