শিরোনাম
◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটের সাথে বসে মনোনয়ন চূড়ান্ত করা হবে : ফখরুল

রমজান আলী : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোটের সাথে বসে একাদশ জাতীয় সংসদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন। বুধবার বিকেলে (২১ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালযয়ে মনোনয়ন প্রত্যাশীদের চলমান সাক্ষাৎকারের শেষ দিনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। আমরা এরই মধ্যে নির্বাচনের কার্যক্রম শুরু করেছি। আজ ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিয়েছেন। আমরা আশা করছি, যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা পরিচ্ছন্ন নেতা।

এখন যে ঢল নেমেছে, তাতে সরকারের পতন হবে। আমরা দেখেছি, নির্বাচন কমিশন বলেছে, ঢালাও অভিযোগ দিয়েছে বিএনপি। আমরা স্পষ্ট করে বলছি, আমরা সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি। আমরা বলেছি, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তার সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে তারা যদি ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এবং জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে,

তিনি বলেন, ‘আমরা আশা করি ও বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের জোটের সঙ্গে বসে চূড়ান্ত মনোনয়ন দেবো। নির্বাচন করতে যখন নেমেছি, সঠিকভাবে নির্বাচন করব। সবই যথাসময়ে হবে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, গ্রেফতার-হয়রানি উপেক্ষা করে ধানের শীষের পক্ষে জনগণ যে সাড়া দিচ্ছে তা, কেউ রোধ করতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়