শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী কুমিল্লাবাসীর উঞ্চ অভ্যর্থনায় সিক্ত হাজী বাহার

মাহফুজ নান্টু, কুমিল্লা : আত্মার আত্মীয়দের ছেড়ে দূর প্রবাসে থাকা কত না কষ্টের। যারা দীর্ঘ বছর প্রবাসে থাকেন শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারেন নিজের পরিবার পরিজন ছেড়ে দূর দেশে থাকার যন্ত্রণা। একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য নয়তো অর্পিত দায়িত্বের কারণেই নিজ দেশ থেকে হাজার কিলোমিটার দূরে অজানা-অচেনা মানুষের ভীড়ে কেটে যায় রাত দিন। ঘড়ি ধরে চলা জীবনের যদি পরিচিত কারো সাথে দেখা হয় তখন ওই প্রবাসীর মনে আনন্দ যেন উপচে পড়ে। তবে প্রবাসের এই একঘেয়েমী জীবনে যদি নিজের এলাকার জনপ্রতিনিধির সাথে দেখা কথা বলার সুযোগ তাহলেতো বিষয়টা উৎসবে পরিণত হয়।

গত ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর এমনি এক উৎসবের আমেজ বিরাজ করেছিলো মধ্যপ্রাচ্যস্থ প্রবাসী কুমিল্লাবাসীর মাঝে। কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার পবিত্র ওমরা হজ পালন ও প্রবাসী কুমিল্লাবাসীর সাথে মতবিনিময় করার উদ্দেশ্য তের দিন মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে অবস্থান করেন। আর এই তেরদিন যেন প্রবাসী কুমিল্লাবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় প্রবাসী কুমিল্লাবাসীর উঞ্চ অভ্যর্থনায় সিক্ত হন আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

গত ১৩ দিনে দুবাই এবং সৌদি আরবে অবস্থান করেন হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সেখানে প্রবাসী বাঙ্গালীদের সাথে দুবাই, জেদ্দা, দাম্মাম, জুবাইর ও রিয়াদে মোট ৫টি মতবিনিময় সভা করার পাশাপাশি পরিবার নিয়ে ওমরা হজ্ব পালন করেন। মতবিনিময় সভার মধ্যমনি আলহাজ আ.ক.ম বাহাউদ্দিন বাহার থাকলেও হাজী বাহার তনয়া জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের কুমিল্লা মহানগরের আহবায়ক তাহসিন বাহার সূচনা এবং তার স্বামী তরুণ ব্যবসায়ী মো:সাইফুল আলম রনির উপস্থিতি মতবিনিময় সভাগুলোকে প্রাণবন্ত করে তোলে। মতবিনিময় সভাগুলো যেন এক টুকরো কুমিল্লায় পরিণত হয়েছিলো।

পাঁচটি মতবিনিময় সভার মধ্যে ২ নভেম্বর শারজাতে কুমিল্লা প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।

দুবাই, জেদ্দা, দাম্মাম, জুবাইর ও রিয়াদে মোট ৫টি মতবিনিময় সভার মধ্যে রিয়াদে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও গণসংর্বধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। প্রধান বক্তা হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজী বাহার তনয়া জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিল কুমিল্লা মহানগরের আহবায়ক তাহসিন বাহার সূচনা। কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি,কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সেকান্দর আলী,রিয়াদ আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন ফারুক ও জাকির হোসেন। অনুষ্ঠানে সহ¯্রাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজী বাহার তনয়া জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের কুমিল্লা মহানগরের আহবায়ক তাহসিন বাহার সূচনা। প্রবাসী কুমিল্লা প্রবাসী টোকিও গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে এবং মনির আহমদ ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, স্টারগোল্ড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম সিআইপি, মধ্যপ্রাচ্যের প্রথম মহিলা সিআইপি জেসমিন আক্তার, সৈয়দ আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এমএ বাশার, আয়োজক কমিটির আহ্বায়ক শাহজাহান মিয়াজি, কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী, বিজনেস কাউন্সিলের সেক্রেটারি নূর মোহাম্মদ, ওমান আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওমর ফারুক।

বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জহিরুল ইসলাম, প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রকৌশলী আবু হেনা, হাফেজ আব্দুল হক, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, হাজী শফিকুল ইসলাম, শাহ মোহাম্মদ মাকসুদ, হাজী মাজহারুল ইসলাম মিয়া, রফিকুল ইসলাম, মীর আহমদ, আনসারুল হক আনসার, জিএম জায়গীরদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়