শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় তিনটি হত্যা মামলা

বাংলা ট্রিবিউন থেকে: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে।এ নিয়ে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিলক্ষার গোপীনাথপুরে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া নিহতের ঘটনায় মামলাটি করা হয়। বুধবার সকালে নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, চরাঞ্চলে তিনটি হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর আসামি ও সংঘর্ষের মূল হোতাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত শুক্রবার রায়পুরার চরাঞ্চলের দুই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়