শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৬ আসন নিশ্চিত হলো শরীফুল ইসলামের

শিমুল মাহমুদ : কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষে প্রতীক নিশ্চিত হলো শরীফুল ইসলামের। কারণ কিশোরগঞ্জ-৬ আসনের একক প্রার্থী হিসেবে রয়েছেন তিনি। বুধবার গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা নির্বাচনী আসন কিশোরগঞ্জ-৬। আমি ভৈরব, কুলিয়াচর এলাকায় মোটামোটিভাবে নিশ্চিত। আল্লাহ রহমতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবো।

তিনি বলেন, আমরা আন্দোলনে আছি, আমার মা বেগম খালেদা আজ কারাগারে। আমার ভাই জনাব তারেক রহমান আজকে বিদেশের মাটিতে। আমাদের সমস্ত নেত্রীবৃন্দ এলাকার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ। এই নির্বাচন শুধু ভোটের নির্বাচন নয়। এই নির্বাচন দেশের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার, খালেদা জিয়াকে মুক্ত করা, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা, অর্থাৎ এই সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।

শরীফুল ইসলাম বলেন, আমরা এটুকু বলতে পারি, যতোই বাধা, প্রতিবন্ধকতা আসুক না কেনো; আমার নির্বাচনী এলাকার জনগণ ও নেতাকর্মীদের নিয়ে আমরা এর মোকাবেলা করবো। এবার আমরা জীবন বাজী রেখে, প্রয়োজনে জীবন দিয়ে কেন্দ্র পাহাড়া দিয়ে; ভোট যুদ্ধ করে বিজয়ের বেশে ফিরে আসবো।

তিনি আরো বলেন, এ দেশের মানুষ জেগে উঠেছে। বাংলার মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হয়েই এই সরকার মোকাবেলা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়