শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১০:০১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনায় মেসির সঙ্গে খেলতে চান দিবালা

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে সাড়া পাওয়া যাচ্ছেনা লিওনেল মেসির। তিনি কোচকে অনুরোধ করেছেন পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে যেন তাকে বিবেচনা করা না হয়। কিন্তু দিবালা-ইকার্দিদের মতো তরুণ স্ট্রাইকারদের পথ দেখানোর জন্য হলেও তো মেসিকে ফিরতে হবে! দিবালা তাই চাচ্ছেন মেসি যেন শিগগিরই আর্জেন্টিনা দলে ফিরে আসেন।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পর থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে আর দেখা যায়নি লিওনেল মেসিকে। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনিকে অনুরোধ করেছেন, তাকে যেন আপাতত জাতীয় দলে না ডাকা হয়। তাই মেসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কোচ মেসির জায়গায় অন্য স্ট্রাইকারদের খেলিয়ে যাচ্ছেন। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে পাওলো দিবালা, মাউরো ইকার্দির মতো স্ট্রাইকারেরাও বুঝিয়ে দিয়েছেন, আপাতত মেসিহীন আর্জেন্টিনাকে তারা টানতে পারবেন। কিন্তু এভাবে আর কত দিন? দিবালা তাই চাচ্ছেন মেসি যেন দ্রুত আর্জেন্টিনা দলে ফিরে আসেন।

বর্তমান আর্জেন্টিনার দলে তরুণদের সংখ্যাই বেশী। এই দলে তাই দরকার মেসির মতো এক মহিরুহের ছায়া, যিনি তার অভিজ্ঞতার ভান্ডার দিয়ে দলের তরুণদের পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত করতে পারবেন। আর এটাই চান দিবালা। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সবাই মেসিকে জাতীয় দলে ফিরে পেতে চাই। আমরা সবাই জানি মেসি আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দিন শেষে সিদ্ধান্তটা তাঁর। আমাদের দলটা এখন বেশ তরুণ, তাই সামনে এগিয়ে যাওয়ার জন্য মেসির মতো খেলোয়াড়দের সাহায্য পেতে চাই আমরা।’

আজ ভোরে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবে এই ম্যাচের স্কোয়াডেও মেসিকে রাখেননি দলের কোচ লিওনেল স্কালোনি। মেসির জায়গায় এসব ম্যাচে সুযোগ পাচ্ছেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি, লওতারো মার্টিনেজ, অ্যানহেল কোরেয়া, এরিক লামেলা, জিওভান্নি সিমিওনের মতো তারকারা। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকাকে সামনে রেখে ঘুরেফিরে সবাইকেই পরখ করে দেখছেন স্কালোনি। আজকের ম্যাচে ইকার্দি আর দিবালার দুই গোলে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়