শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৮:৫৪ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৌহিদুলের উদ্ভাবন পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল গ্যাস ও ছাপার কালি

কান্তা আইচ রায় : জামালপুরের তৌহিদুল ইসলাম পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি উদ্ভাবন করেছেন। পলিথিনের কারণে ফুলগাছ বড় না হওয়ায়, পরিবেশ রক্ষায় পলিথিন ধ্বংসের সিদ্ধান্ত থেকেই উদ্ভাবন করেছেন জ্বালানি তেলসহ বিভিন্ন উপকরণ। ৪র্থ শ্রেণিতে পড়ার সময় তার উদ্ভাবনের গল্পটা শুরু হয়েছিলো। সূত্র : সময় টিভি

তারুণ্য আর মেধা কখনোই সীমাবদ্ধতায় আবদ্ধ থাকেনা। তারই এক অনন্য উদাহরণ জামালপুরের ২৬ বছর বয়সী তরুণ উদ্ভাবক তৌহিদুল ইসলাম। পরিত্যক্ত পলিথিন থেকে উদ্ভাবন করেছেন জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি। তৌহিদুল ইসলামে উদ্ভাবনের গল্পটা শুরু হয়েছিলো মাত্র ৪র্থ শ্রেণিতে পড়ার সময়।

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ২০০৯ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হন তিনি। কলেজের বিজ্ঞান গবেষণাগারে মেলে তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ। রসায়ন বিভাগের প্রভাষক ইকরামুল ইসলাম এ কাজে তাকে উদ্বুদ্ধ করেন।

গবেষণায় বারবার ব্যর্থ হলেও ২০০৯ সালের ডিসেম্বরে মেলে সফলতা। ২০১১ সালে উৎপাদিত তেল পরিশোধন করতেও সমর্থ হন তিনি। স্বল্প পরিসরে একটি প্লান্ট নির্মাণ করে যেখান থেকে প্রতি ১শ কেজি পলিথিন পুড়িয়ে তিনি উৎপাদন করেন ৭০ লিটার জ্বালানি তেল, ২০ লিটার এলপি গ্যাস ও কয়েক লিটার ছাপার কালি। এমন উদ্ভাবনে খুশি এলাকাবাসীও।

জেলা প্রশাসক আহম্মেদ কবীর সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন। তরুণ এই উদ্ভাবক ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল মেলা, উদ্ভাবকের খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরষ্কার এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইটেক্সে স্বর্ণপদকসহ ৯টি পুরস্কার পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়