শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার ও এমবাপের ইনজুরিতে ঘুম নেই পিএসজির

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে, নিজ নিজ ম্যাচে ইনজুরিতে পড়েছেন পিএসজির দুই সেরা তারকা নেইমার-এমবাপে।

নিজের ক্লাব পিএসজির মাঠেই নেমেছিলেন এমবাপে। তবে, স্কোর করার আগেই কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের ৩০ মিনিটে উরুগুয়ের গোলরক্ষক মার্টিন কাম্পানার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান ফরাসি তারকা। পরে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় এমবাপেকে। এমবাপের চোট পাওয়ার ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছেন চেলসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুদ। এই গোলের মধ্যদিয়ে তিনি জাতীয় দলের জার্সিতে ৩৩ গোল করলেন। যা ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ।

এদিকে, ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচের অষ্টম মিনিটে নেইমার উঠে গেলে অধিনায়কের বদলি নেমে পার্থক্য গড়ে দেন রিশার্লিসন। ৪৫ মিনিটের মাথায় ওয়াটফোর্ডের তরুণ ফরোয়ার্ডের গোলে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। আগের পাঁচ ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব, আর্জেন্টিনা ও উরুগুয়েকে হারিয়েছিল ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে এটি রিশার্লিসনের তৃতীয় গোল। গত সেপ্টেম্বরে এল সালভাদরের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।

নেইমার-এমবাপের ইনজুরি চিন্তা বাড়াচ্ছে পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী প্রতিপক্ষ গতবারের রানার্সআপ লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানে নেই পিএসজি। -ইয়াহু স্পাের্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়