শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ান কোম্পানি

আব্দুর রাজ্জাক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ইস্যুতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাশিয়ান একটি কোম্পানি। নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টায় মার্কিন আদালতে একজন রুশ নাগরিক অভিযুক্ত হওয়ায় ফেসবুকের বিরুদ্ধে কোম্পানিটি এমন পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত রুশ নারী এলেনা আলেকসেভনা খুসইয়ানোভা ক্যালিফোর্নিয়া ভিত্তিক রুশ সংবাদ মাধ্যম দ্য ফেডারেল এজেন্সি অফ নিউজ (ফেন) এর হিসেবরক্ষক ছিলেন। সূত্র: রয়টার্স

ফেন মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ফেসবুক কর্তৃপক্ষ একটি ঠুনকো অভিযোগে গণমাধ্যমটির পেজটি বন্ধ করে দিয়েছে। ফেসবুকের এই অর্থহীন পদক্ষেপের দ্বারা গণমানুষের এই বিশ^স্ত সংবাদমাধ্যমটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেন একটি স্বাধীন গণমাধ্যম হিসেবে সত্য, বৈধ ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করে থাকে। মার্কিন বিধি লঙ্ঘন করে ফেসবুক সরকারের হাতিয়ারের মত ভূমিকা রাখছে যা বাক স্বাধীনতা পরিপন্থী।

উল্লেখ্য, ২০১৬সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র সাবেক প্রধান রবার্ট মুলারের নেতৃত্বে বিশেষ কাউন্সিল। তাদের অনুরোধে গত এপ্রিলে খুসইয়ানোভাকে অভিযুক্ত করার পর ২৭০টিও অধিক রুশ অ্যাকাউন্টের সাথে গণমাধ্যমটির ফেসবুক পেজও ডিলেট করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। তবে মামলার বিষয়ে মুলারের কাউন্সিল ও ফেসবুক কর্তৃপক্ষ কোনরকম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়