শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা এখনই তা বলা যাচ্ছে না : বদিউল আলম মজুমদার

ফাহিম আহমাদ বিজয় : সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, বর্তমানে তা আছে কিনা বা সে পরিবেশটি এখনো তৈরি হয়েছে কিনা, এটি আসলে এখনই বলা যাচ্ছে না। তবে কিছু সমস্যা দেখা দিচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে। যদিও নির্বাচন কমিশন বলেছে, তারেক রহমান যেভাবে নির্বাচন প্রচার-প্রচারণা চালাচ্ছেন, এটি আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেই আমরা আশা করছি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরও তিনি বলেন, আমার মনে হয় না যে, সংবিধানে বলা আছে, সাজাপ্রাপ্ত আসামির বাকস্বাধীনতা নেই। এটি ঠিক যে, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তার সাজা ভোগ করা বাঞ্ছনীয়। কিন্তু তার অন্য অধিকার তো আমরা কেড়ে নিতে পারি না। এগুলো তার সাংবিধানিক অধিকার। এ অধিকার সংবিধান প্রদত্ত। অন্যের অধিকার খর্ব করা কারো জন্য বাঞ্চনীয় নয়।

বদিউল আলম মজুমদার বলেন, আমি মনে করি, স্কাইপ যারা বন্ধ করেছে, তারা অতি উৎসাহী এবং তারা আত্মঘাতী কাজ করেছে। তারা হয়তো এটি ক্ষমতাসীনদেরকে সহয়তা করার জন্য করেছে। আসলে তারা ক্ষমতাসীনদের সহয়তার পরিবর্তে ক্ষতি করছে। এটি করে তারা জনগণের মাঝে ক্ষোভ তৈরি করছে। তারা এ কাজটি অহেতুক করেছে। নির্বাচনের আগে এমনটি কারো কাছ থেকে কাম্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়