শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবাশ হিরো আলম

অজয় দাশগুপ্ত : কখনো দেখেছেন নেতা সাক্ষাৎকার নিচ্ছেন কারো? কারো মুখের সামনে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছেন কেউকেটা কেউ? কোনো চ্যানেলে আর কাউকে এনে সাক্ষাৎকার নিচ্ছেন কোনো অভিনেতা, খেলোয়াড় বা সেলিব্রেটি কেউ? উল্টোটাই রীতি। তাই যারা বলছেন, একাত্তর টিভির উপস্থাপিকা হিরো আলমকে অপমান করেছেন আমি তাদের সাথে একমত নই। বরং হিরো আলমই তাকে একহাত দেখিয়ে দিয়েছেন। তিনি তার মুখের ওপর জবাব দিয়েছেন এই বলে; বিখ্যাত না হলে আমাকে ডাকলেন কেন? কথা কি মিথ্যা? হাজার হাজার নমিনেশান প্রার্থীর ভীড়ে নগন্য হলে হিরো আলমকে ডাকা হলো কেন?

আর প্রমিত বাংলা? দেশের নাটক, সিনেমা ভদ্রজন সুধিজনের বলেন, দৌড়ের উপর আছি। বিন্দাস লাগতাছে। মাইরের ওপর ওষুধ নাই। আর হিরো আলম বললে দোষ?

আমার বরং মনে হয়েছে তার কথায় যুক্তি আছে। যে সমাজে ইয়াবা বদি, সেলিম ওসমান এমপি হতে পারে সেদেশে হিরো আলমের অপরাধ কি? সে তথাকথিত অভিজাত আর ভদ্রবেশী চোর ডাকাত নয় বলে তাকে ডেকে এনে অপমান করা মূলত এদেশের আম জনতাকে অপমান করার সামিল।

তার একটা কথা আমার মনে গেঁথে থাকবে অনেক কাল। বলছিলো সংসদের নেতারা বেশি বোঝেন বলেই আজ সমাজের এই হাল। কম বুঝলে বা তার মতো সরল হলে এমনটা হতোনা তখন মনে হচ্ছিলো কেউ যেন চোখে আঙুল আর বুকে গা দিয়ে বলছে , বুঝলে তো এরাই সত্য বলে। তোমাদের মতো হিপোক্রেটরা সম্মান করতে না জানলেও অপমান করতে জানো খুব। সাবাশ হিরো আলম। আমার এলাকার হলে তোমাকে ভোট দেয়ার কথা বলাটাই হতো ন্যায্য প্রতিবাদ।

লেখক : কলামিস্ট ও বিশ^বিদ্যালয় পরীক্ষক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়