শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি হত্যাকা-ের কারণে প্রিন্স সালমানের অপসারণ চায় রাজপরিবার : প্রতিবেদন

আসিফুজ্জামান পৃথিল : সৌদি আরবের রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা বর্তমান ক্রাউন প্রিন্স সালমানের ভবিষ্যতে বাদশাহর পদে অভিষেক ঠেকাতে চান। সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা-ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে এ চাপ প্রয়োগ করা হচ্ছে। রাজপরিবারের নিকটতম বিভিন্ন সূত্র রয়টার্সকে এ কথা জানিয়েছে। আল জাজিরা

এদিকে সূত্রটি আরোও জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের জেষ্ঠ্য কর্মকর্তারা সৌদি উপদেষ্টাদের বিন সালমানের স্থলে আহমেদ বিন আব্দুল আজিজকে মনোনিত করার পরামর্শ দিয়েছেন। আহমেদ ৪০ বছর ধরে দেশটির সহকারী স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বায়িত্ব পালন করে আসছেন। তাকে একসময় বর্তশান বাদশাহ সালমানের প্রধান প্রতিদ্বন্দী ভাবা হতো। আন্তর্জাতিক মহলের চাপকে মাথায় রেখে আল-সৌদ পরিবারের শক্তিশালী সদস্যরা পরিবর্তনের জন্য ৮২ বছর বয়স্ক বাদশাহ সালমান বিন আব্দুলআজিজকে চাপ দিচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার প্রিয় পুত্রের প্রতি অন্ধ। এবার পরিবারের সদস্যরাই চান বাদশাহ তার প্রিয় সন্তানকে নিজেই শাস্তি প্রদান করুন।
মার্কিণ কর্মকর্তাদের মতো প্রভাবশালী রাজ সদস্যরাও চাচ্ছেন সালমানের মৃত্যুর পর বর্তশান ক্রাউন প্রিন্সের স্থলে তার চাচা আহমেদ সিংহাসনে অধিস্ঠিত হন। প্রিন্স আহমেদ বাদশাহ সালমানের বেঁচে থাকা একমাত্র আপন ভাই। সৌদি সূত্রগুলোর একটি জানিয়েছে, পশ্চিমা শক্তিগুলো তাকে মদদ দিতে পারে। খাসোগজি হত্যা নিয়ে আলোড়ন সৃষ্টি হলে, গত অক্টোবরে ২ মাসের বিদেশ সফর শেষে তিনি দেশে ফিরে এসেছেন। নিজের এই সফরের সময় আহমেদকে প্রকাশ্যে রাজপরিবারের সমালোচনা করতে দেখা গেছে। একটি সূত্র জানিয়েছে, তিনি ৩ সদস্যর এলিগেন্স কাউন্সিলের একমাত্র সদস্য যিনি ২০১৭ সালে এমবিএসকে ক্রাউন প্রিন্স বানানোর বিরোধীতা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়