শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বাজার হারানোয় ২০১৮-১৯ অর্থবছরে কমতে পারে ভারতের চাল রপ্তানি

আসিফুজ্জামান পৃথিল : ৩ বছরের মধ্যে প্রথমবার ভারতের চাল রপ্তানি কমার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মতো বড় বাজার হারানোতেই দেখা দিয়েছে এ আশঙ্কা। ভারতের নন-বাসমতি চাল রপ্তানির অন্যতম প্রধান বাজার বাংলাদেশ। মানি কন্ট্রোল

চলতি অর্থবছরে কৃষকদের সহায়তার উদ্দেশে ধানের দর ১৩ শতাংশ বৃদ্ধি করেছে ভারতের কেন্দ্র সরকার। এরই প্রভাব পড়েছে রপ্তানিতে। আর বিগত বছরের বন্যার ধকল কাটিয়ে টানা ২ মৌসুম ধানের বাম্পার ফলন হয়েছে বাংলাদেশে। এ কারণে আপাতত ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে না। তবে রপ্তানি কমলেও আগের মতোই থাকবে এ খাতে ভারতের রপ্তানি আয় বাণিজ্য বিশেষজ্ঞরা ভারতের দ্য ফাইনেন্সিয়াল এক্সপ্রেসকে জানিয়েছেন, রপ্তানি আয় বিগত অর্থবছরের মতোই থাকবে।

ভারদের চাল রপ্তানির ৬০ শতাংশই বাসমতি। অক্টোবরে এ ধরনের চাল রপ্তানি ১৩ শতাংশ কমে গেছে। আর ভারতে নন-বাসমতি চালের দর না কমলেও ভারতের প্রধান বাজার গুলোতে চালের দাম কমেছে। তাই অনেক ক্রেতাই আমদানি আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। গত অর্থবছরে ভারত রেকর্ড চাল রপ্তানি করেছিলো। ২০১৭-১৮ অর্থবছরে ভারত মোট ১.২৭১ কোটি টন চাল রপ্তানি করেছিলো। আর এবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে ভারত মাত্র ৫৮ লাখ টন চাল রপ্তানি করেছে।

গত অর্থবছর নন-বাসমতি চালের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় বাজার ছিলো বাংলাদেশ। এ বিষয়ে ফাইনান্সিয়াল এক্সপ্রেসকে রাইস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিভি কৃষ্ণা রাও বলেন, ‘এবছর সেখানে উৎপাদন অনেক বেড়েছে। তাই আমদানি মৌসুম শুরুর পর তারা আগের মতো আমদানি নাও করতে পারে।’ এছাড়াও ধানের উচ্চ ক্রয়মূল্য ভারতকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় পেছনে ছিটকে ফেলতে পারে। এবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে নন-বাসমতি চালের রপ্তানি ১৩ শতাংশ কমেছে। এ সময়ে এ ধরণের চাল রপ্তানি হয়েছে মাত্র ৩৭.২৩ লাখ টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়