শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বলছে নির্দেশ ছিল, অস্বীকার বিটিআরস‘র

সৌরভ নূর : ঢাকাস্থ কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বলছে, তারা স্কাইপ বন্ধ করে দেবার নোটিশ পেয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিটিআরসি’র কাছ থেকে। কিন্তু এরকম নির্দেশ দেবার কথা অস্বীকার করেছে বিটিআরসি । আর বিএনপি বলছে, তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেয়ার উদ্দেশ্যেই তাদের কার্যালয়ে ইন্টারনেট সংযোগ ব্লক করে দেয়া হয়েছে।-বিবিসি

বিবিসির দেয়া তথ্য মতে, গতকাল সোমবার সকাল ১১ টা ১৭ মিনিটে কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিটিআরসির কাছ থেকে ইমেইল এর মাধ্যমে নোটিশটি পান। এতে লেখা রয়েছে ,‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্কাইপ অ্যাপ ব্লক করতে হবে অনতিবিলম্বে।’ এবং ব্লক করার বিষয়টি মেইল করে বিটিআরসিকে নিশ্চিত করতেও প্রতিষ্ঠানগুলোকে বলা হয়। চিঠির শেষে বিটিআরসির সিস্টেম এবং সার্ভিস বিভাগের ইঞ্জিনিয়ার মাহফুজুল আলমের নাম রয়েছে।

এ প্রসঙ্গে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বিবিসিকে জানান, কোন নির্দেশনা দেয়া হয় নি, তবে কারিগরি ত্রুটির কারণে কিছু স্থানে স্কাইপ বন্ধ রয়েছে। এবং এই নোটিশের বিষটি তদন্ত করে দেখা হবে।

তিনি আরও বলেন, স্কাইপ বন্ধের পিছনে রাজনৈতিক কোন কারণ নেই। কমিশন টেলিযোগাযোগ আইন বলে তাদের কার্যক্রম পরিচালিত করে, কোনো পার্টি বা দলকে হেয় করা বা যোগাযোগে বাধা দেবার কোন ব্যাপার এতে নেই।

অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, "শুধু স্কাইপ না, জ্যামার দিয়ে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে। একটা মেইলও করা যাচ্ছে না"। এ বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, এ ব্যাপারে তাদের কিছু করণীয় নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়