শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৩টি আসনে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন

তপু হারুন, শেরপুর : শেরপুর জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, (১৪৩) শেরপুর-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সংসদের মাননীয় হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমারপাল, ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া এবং জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাছান উৎপল, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।

গত ১৬ নভেম্বর শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য ছানুয়ার হোসেন ছানু মনোনয়নপত্র কিনেন । এদিকে ১৯ নভেম্বার জাতীয়তাবাদী দল শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর পক্ষে মেয়ে সানসিলা জেবরিন এবং সানসিলা জেবরিন নিজের নামে একটি ২টি মনোনয়ন পত্র কিনেন বলে শেরপুর নির্বাচন কমিশন অফিস জানান । শেরপুর-১ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে সংগঠনের সভাপতি ১৫ নভেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।

নকলা ও নালীতাবাড়ী আসনে ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় নকলা থেকে বিএনপির মো. ফাহিম চৌধুরী শেরপুর-২ আসনের মনোনয়ন সংগ্রহ করেন।

নকলা ও নালীতাবাড়ী আসনে ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে নালীতাবাড়ীর ব্যারিষ্টার হায়দার আলী শেরপুর-২ আসনের মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে।

শেরপুর-৩ শ্রিবর্দী-ঝিনাইগাতী আসনের জন্য ১৫ নভেম্বার ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে সংগঠনের উপজেলা সভাপতি মোঃ আব্দুস সাওার মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।

এদিকে ২০ নভেম্বার সন্ধ্যায় শেরপুর-৩ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় শ্রীবর্দী থেকে এম.পি ফজলুল হক চাঁনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন । এ পর্যন্ত ৯জন সরকারিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বলে জানান শেরপুরের নির্বাচন কমিশনার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়