শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করছে : ইলিয়াস খান (ভিডিও)

সাজিয়া আক্তার : জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেছেন, নির্বাচনের সময় পর্যবেক্ষক যদি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে না পারেন, তাহলে কি তারা ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে আসবেন? নির্বাচন কমিশন এখন যে আচরণ করছেন, এটি একটি দল বা বিশেষ গোষ্ঠীর পক্ষে করছেন।

যমুনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশোতে তিনি আরো বলেছেন, ২০০৫ সালে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আস্থা নষ্ট হয়েছে। যে কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন পেক্ষাপটে হচ্ছে। কাজেই আগামী সংসদ নির্বাচনের গুরুত্ব অনেক। নির্বাচনে যদি পর্যবেক্ষকরা গণমাধ্যমের সাথে কথা বলতে না পারেন, ছবি তুলতে বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে না পারেন, তাহলে নির্বাচনের অবস্থা তারা কীভাবে জনগণের সামনে ব্যক্ত করবেন? তাদের সম্পূর্ণ রির্পোট তৈরি করতে দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু নির্বাচনে যদি দখল বা অন্য কোনো অনিয়ম ঘটে আর সেটা যদি গণমাধ্যমে পর্যবেক্ষকরা প্রকাশ করতে নাই পারেন, তাহলে তাদের কাজের মূল্য থাকবে না। যে প্রার্থী হেরে যাবেন তখন তার কিছু করার থাকবে না। প্রতিক্রিয়াহীন নির্বাচনে পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই।

ইলিয়াস খান বলেছেন, বিএনপি যেদিন মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে, সেদিন নির্বাচন কমিশন পুলিশের আইজিপিকে চিঠি দিয়েছেন, পল্টন বিএনপি অফিসের সামনে তৎপর হতে। আর এটা নিয়ে পুলিশ জনগণের উপর নানা অপৎপরতা করে, যাতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। অথচ এর আগে আওয়ামী লীগের কার্যলায়ের সামনে দুজন মানুষ হত্যাকাণ্ডের শিকার কয়েছে। কিন্তু তার কোনো তদন্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়