Skip to main content

ইসি ১০০ ভাগ ক্ষমতা প্রয়োগ না করলে ইতিহাসে দায়ী থাকবে : বি. চৌধুরী

রফিক আহমেদ : যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবিধানে নির্বাচন কমিশনকে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে তাতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য সেসব ক্ষমতা একশ ভাগ প্রয়োগ করে তা হলে তারা দেশবাসীর বিশ্বস্ততা অর্জন করতে পারবেন। না হলে তারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন। মঙ্গলবার বিকালে বিকল্পধারার নির্বাচনী কার্যালয় মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারার মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকেদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন। বিকল্পধারার মনোনয়ন বোর্ড মঙ্গলবার ২০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেন। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য বিকল্পধারা ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, এস. এম গোলাম রেজা, এম. এম, শাহীন, মযহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম ও বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী। বুধবার সকাল ১১ থেকে সাক্ষাৎকার একটানা চলবে।

অন্যান্য সংবাদ