Skip to main content

বরিশালে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে স্লোগানকে সামনে রেখে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্য বিয়ে বন্ধ ও অধিকার বিষয়ক আলোচনা সভা ও পথনাটক অঙ্গীকার মঞ্চস্থ করা হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটায় বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী বাজারে জাতীয় কন্যা শিশু অধিকার ফোরাম ও এইড এর আয়োজনে গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এইড’র পরিচালক প্রেমানন্দ ঘরামী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, শিক্ষক এস এম লিটন, সমাজসেবক কাজী আশিকুর রহমান, ডাঃ হৃদয় হোসেন, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন, দি হান্টার প্রজেক্টের সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ। একইদিন রাতে বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক পথনাটক অঙ্গীকার মঞ্চস্থ করা করা হয়।

অন্যান্য সংবাদ