Skip to main content

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা সংসদে ফ্রি চিকিৎসা সেবা চালু

আবু মুত্তালিব, আদমদীঘি (বগুড়া) : আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বানিয়াদীঘি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বগুড়া স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মাবুবুর রহমান রোগী দেখেন। এসময় বি,ওয়াই,ডি, এস,এ‘র সভাপতি ডাঃ এমএ কাদের, সাধারন সম্পাদক সাবেক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিআরডিবি ও সোনাতলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়কুব আলী, আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, সহকারী কমান্ডার মজিবর রহমান, শফিউল ইসলামসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন। প্রথম দিনে ৫০জন রোগীকে এই চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়। এছাড়া সপ্তাহের প্রতি মঙ্গলবার দিন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে বলে কর্তৃপক্ষ জানান।