Skip to main content

আগামী বছর ভারতে বাড়ির দাম বাড়বে ২ শতাংশ

রাশিদ রিয়াজ : রয়টার্সের এক আবাসিক শিল্প জরিপ বলছে নগদ সরবরাহ কমে যাওয়ায় ভারতে আগামী বছর বাড়ির দাম বাড়বে ২ শতাংশ। গত এক দশক ধরে ভারতে বাড়ির দাম প্রায় ডাবল ডিজিট হারেই বাড়ছে। ১.৩ বিলিয়ন জনসংখ্যার এ দেশটিতে অনেকের কাছেই একটি বাড়ি এখনো স্বপ্ন। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের প্রধান প্রধান শহরগুলোয় ঘনবসতি বিশে^ অন্যতম। বিজনেস স্ট্যান্ডার্ড গত বছর ভারতে বাড়ির দাম বাড়ে সাড়ে ৮ শতাংশ হারে। ১৪ হন সম্পদ বাজার বিশেষজ্ঞের তথ্য অনুযায়ী রয়টার্সের এ প্রতিবেদনে বলা হচ্ছে এবছর ভারতে বাড়ির দাম ২.৮ শতাংশ হারে বাড়লেও আগামী বছর তা কমে আসবে। তবে দিল্লিতে এ বছর বাড়ির দাম ২ শতাংশ হারে কমলেও আগামী বছর কমবে আড়াই শতাংশ। দিল্লিতে রয়েছে ২ কোটি বাসিন্দা। অন্যদিকে মুম্বাইতে বাড়ির দর এ বছরের মতই আগামী বছর স্থির থাকবে। বেঙ্গালুরে আগামী বছর ১ ও চেন্নাইতে বাড়ির দাম বাড়বে ২ শতাংশ হারে একই সময়ে।

অন্যান্য সংবাদ