শিরোনাম

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

নুরুল করিম আরমান, লামা : পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় মো. রাজু (৪৭) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ পর্যটক। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার শহরের প্রবেশ পথ বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা আহতদেরকে উদ্ধার করে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতরা হলেন, খুলনা জেলার পাইককান্দার ১৩ খেদা এলাকার বাসিন্দা শরিফ হোসেন (৩০), মনির মোল্লা (৫৯) আরিফুল (৪০) ও উকিল ভুঁইয়া (৫৫)। নিহত গাড়ির হেলফার রাজুও ১৩ খেদা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা জেলার একটি পর্যটকবাসী সেতু ডিলাক্স বাস (ঢাকা মেট্রো ব ১১-০৯৩৮) কক্সবাজার থেকে বান্দরবান যাচ্ছিল। বাসটি দুপুর ১২টার দিকে শহরের প্রবেশ পথ বাস স্টেশন এলাকায় ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে করে ১জন ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও ২০ জন । খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করেন।

আহত পর্যটক আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে তারা খুলনার পাইককান্দা থেকে ৫৩ জনের পর্যটক কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেন। মঙ্গলবার তারা কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্য বান্দরবান যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। সদর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাজেদুল হক জানান, দূর্ঘটনায় ঘটনাস্থলে ১জন নিহত হয়েছেন। এ পর্যন্ত গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা নিয়েছে প্রায় আরো ২০ জন।

বাস দুর্ঘটনায় ১জন নিহত ও ২০জন আহত হওয়ার সত্যতা বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়