শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই নির্বাচন আমাদের বাঁচা-মরার লড়াই : ফখরুল

সাব্বির আহমেদ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। বুকে বুক বেধে লড়াই করব। ৩০ ডিসেম্বর পর থেকে দেশে স্বাধীন মানুষের পতাকা উড়বে।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি আয়োজিত আনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সুযোগ একটা এসেছে। হাত পা বেঁধে রাখার মধ্যেও আমাদের এগুতে হবে। নির্বাচনে আমাদের সকল অস্ত্র নিয়ে নামতে হবে। আর সেই অস্ত্র হলো ভোটের অস্ত্র। প্রতিরোধের দেয়াল তৈরির বিকল্প নেই। জনগণকে সঙ্গে ভোট কেন্দ্রে আসতে হবে। জনগণের শক্তি দিয়ে অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। প্রতিরোধ তৈরি করতে হবে। এটা বাচামরার সংগ্রাম। আপনারা পালিয়ে না বেরিয়ে গ্রামে যান। নির্বাচনে যাওয়া আন্দোলনের অংশ।

তিনি বলেন, সরকার প্রচণ্ড ভয় পেয়েছে। ইন্টারনেট, স্কাইপ বন্ধ করেছে। কতোটুকু দেউলিয়াপনা হলে তারা কি আমাদের প্রতীক ধানের শীষ নিয়ে রিট করে।

ফখরুল ইসলাম বলেন, তারেক রহমান নেতাকর্মীদের বলেছেন, নির্বাচনের দিনকে বিপ্লবের দিনে পরিণত করতে। দেশের বিচারহীনতা থেকে মুক্তি পেতে হলে ব্যালটের মাধ্যমে সরকারকে সরিয়ে দেওয়া। নেতাকর্মীরাও ওয়াদা দিয়েছেন সর্বশক্তি দিয়ে আমরা লড়াই করব। এই নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমরা খুব কঠিন সময়ে আছি। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের দণ্ড দিয়েছে। আমরা দশ বছর ধরে চেষ্টা করছি। শেষ চেষ্টা ৩০ ডিসেম্বর।

সভায় বিএনপি নেতা খন্দকার মাহবুর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়