শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি লড়াইয়েও ভারতের কাছে হারলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্ট ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে সেই চুক্তি অমান্য করেছিল ভারত। যার ফলে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সেই অভিযোগ নাকচ করে দিয়েছে আইসিসি।

আইসিসির অফিশিয়াল টুইটার পেজে আজ টুইট করে জানিয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নালিশ খারিজ করে দিয়েছে আইসিসির মীমাংসা প্যানেল।’

অভিযোগে বলা হয়েছিল, ২০১৪ সালের এপ্রিলে ভারতের সঙ্গে পাকিস্তানের একটি সমঝোতা চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের কথা ছিল। কিন্তু ভারত সেই অঙ্গীকার রাখেনি বলে অভিযোগ করেছিল পিসিবি। পিসিবির অভিযোগ ছিল যে, এতে ৪৪৭ কোটি রুপি (ডলারে প্রায় ৭ কোটি) ক্ষতি হয়েছে তাদের এবং সেই ক্ষতিপূরণের মামলাও ঠুকেছিল পাকিস্তান।

পাকিস্তানের মামলায় ভারত যে যুক্তি দেখিয়েছে সেখানে তারা বলছে, ২০১৪ সালের এপ্রিলে যেটি সই হয়েছিল, সেটি কোনো চুক্তি নয়। সমঝোতা স্মারক। সেই স্মারক মানার কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। তা ছাড়া আইসিসিকে এর আগে ভারত যে রাজস্ব মডেলের প্রস্তাব করেছিল পাকিস্তানের তাতে সমর্থন ছিল না। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা কোনোভাবেই সম্ভব নয়।

পিসিবির ক্ষতিপূরণ দাবির মামলার সুরাহা করতে গত বছর তিন সদস্যের একটি বিরোধ মীমাংসা প্যানেল গঠন করেছিল আইসিসি। গত ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। আইসিসির বিরোধ মীমাংসা প্যানেলের রায়ে বলা হয়, ‘পিসিবির দাবি খারিজ করে দেওয়া হয়েছে। এর বিপক্ষে আপিলের সুযোগ নেই।’

এখন শোনা যাচ্ছে পাকিস্তানকে উল্টো জরিামানা গোনা লাগতে পারে। কেননা ভারত দাবী করছে এই মামলা মেটাতে তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে যার পুরোটাই ফেরত দিতে হবে পিসিবিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়