শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১২:১১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে শাশুড়ি পিটিয়ে হত্যা

সুজন কৈরী : রাজধানীর গুলশানে জামাতার লাঠির আঘাতে শাশুড়ি রওশন আরা (৬৬) মারা গেছেন।

সোমবার রাতে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিহতের মেয়ে আলিয়া ফারজানার (৩৬) সঙ্গে সাইফুল ইসলাম ভুঁইয়ার কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছে। এ কারণে আলিয়া দেড় থেকে ২ মাস ধরে তার বাবা-মায়ের সঙ্গে গুলশান-২ নম্বরের ৩৭ নম্বর রোডের ৭ নম্বর ভাড়া বাসায় চলে যান। সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায় আলিয়াকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এসময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাত ভেঙে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্য সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয়। আর মেয়ে ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে। শ^শুড়কে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর পরই সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রওশন আরার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়