শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসিকে নাসিমের অনুরোধ

সমীরণ রায়: নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, যখনই দেশে নির্বাচন আসে, তখনই একটি অপশক্তি সংখ্যালঘুদের ভয়ভীতি এবং আঘাতের চেষ্টা করে। তাই নির্বাচনের সময় ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠন ও হিন্দ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে নাসিম বলেন, নির্বাচন যেহেতু শুরু হয়ে গেছে, তাই সংখ্যালঘুদের এখন থেকেই নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। নির্বাচনের সময় ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিতে মাঠে থাকবে। ১৬ ডিসেম্বর বা তার আগেই বিজয় মঞ্চের কাজ শুরু হবে। দেশের সব উপজেলায় বিজয় মঞ্চ হবে। এতে বিজয়ের গান, বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাসের কথা হবে। এছাড়া আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয়, লড়াই ও সংগ্রামের কথা হবে। ১৪ দলের একটি নির্বাচনী প্রচার কমিটি হয়েছে। ওই কমিটির সঙ্গে সংহতি রেখে মুক্তিযোদ্ধা ও অন্যান্য সংগঠন মিলে আরেকটি কমিটি হবে।

মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা ও মুজিব কোট পরে সাম্প্রদায়িক ও অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। এই বর্ণচোরা ও ভণ্ডদের বিরুদ্ধে ভোট দিয়ে জনগণ ৩০ ডিসেম্বর প্রমাণ করবে তাদের সঙ্গে জনগণ নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, সেক্টর কমান্ডার ফোরামের কে এম সফিউল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়