শিরোনাম

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ১০ বছরে শহরাঞ্চলে গ্যাস সরবরাহে ১ লাখ কোটি রুপি বিনিয়োগ

রাশিদ রিয়াজ : অন্তত ৯টি নিলামের মাধ্যমে ভারতের শহরাঞ্চলগুলোর ৫০ এলাকায় গ্যাস সরবরাহের জন্যে আগামী ১০ বছরে বিনিয়োগ করা হবে ১ লাখ কোটি রুপি। সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের অধীনে আগামী ২২ নভেম্বর ভারতের ১২৪টি জেলার ৫০টি এলাকায় যে গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে নয়াদিল্লি থেকে তার উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিলামের মাধ্যমে যে সব প্রতিষ্ঠান এধরনের গ্যাস সরবরাহের কাজ পাবে তাদের ৮ বছরের মধ্যে তা শেষ করতে হবে। ২০১৪ সালের পর থেকে ভারতে গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ রয়েছে যেখানে গ্যাস সরবরাহের বিষয়টি একটি অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে। এছাড়া পরিবেশ বান্ধব জালানির নিশ্চয়তা ও কার্বন নিঃসরণে ভারত সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেদিক থেকে বিচার করলে দেশটির শহরাঞ্চলে এধরনের গ্যাস সরবরাহে লাখ কোটি রুপির বিনিয়োগ বেশ তাৎপর্যপূর্ণ। বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়