শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে পরিত্যাক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

সুজন কৈরী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিআরটিসি বাসস্যান্ড থেকে এক নবজাতক (কন্যা) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা একটি বিআরটিসি বাসের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় এ নবজাতককে পাওয়া যায়। পরে কার্জন হলের নিরাপত্তা রক্ষী মো. শাহিন মিয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

মো.শাহীন মিয়া বলন, দুপুর ২ টা থেকে ডিউটি ছিল। আমি ডিউটিতে যোগ দেয়ার পর এখানে ড্রাইভাররা বলল, কে যেন একটি শিশু ফেলে গেছে। এ কথা শুনে লাল ও হলুদ রঙের দু’টো পুরানো কাপড়ে মোড়ানে অবস্থায় শিশুটিকে পাই। শিশুটি নড়াচড়া করছিল, মুখের কাছে কাপর সরিয়ে মিশুটিকে দেখ্।ি পরে বিশ^ বিদ্যালয়ের প্রক্টরাল টিমের সঙ্গে যোগাযোগ করি। প্রক্টর স্যার আমাকে জরুরি ভিত্তিতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে বলেন। সঙ্গে সঙ্গে নবজাতক এ কন্যা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসকরা নবজাতক ওয়ার্ডে (২১১ নম্বর ওয়ার্ড) শিশুটিকে ভর্তি করেন। তারা জানিয়েছেন শিশুটির ওজন ১ কেজি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শাহবাগ থানাকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়