শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ১১:১১ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে ভুল চিকিৎসা রোগীর পরিবারকে কোটি টাকা দিতে রুল

এস এম নূর মোহাম্মদ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভুল চিকিৎসায় রওশন আরা নামে এক রোগী মারা যাওয়ার ঘটনায় তার পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে অপারেশনকারী দুই চিকিৎসকের চাকরিচ্যুত কেন করা হবে না এবং তাদের সনদ কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুযল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

স্বাস্থ্য সচিব,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আটজনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওই রোগীর একটি ক্ষতিগ্রস্ত কিডনি কেটে বাদ দিতে গিয়ে চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলার পর মারা যাওয়ায় এ রুল জারি করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী মো: আনিসুল হাসান ও মো: শাহীনুজ্জামান।

এর আগে গত মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

জানা যায়, রওশন আরার একটি ক্ষতিগ্রস্ত কিডনি কেটে বাদ দিতে গিয়ে চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলেন।রওশন আরার ছেলে ও চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের অভিযোগ, তার মায়ের একটি কিডনিতে ইনফেকশন ধরা পড়লেও চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগে এমন ঘটনা ঘটেছে।

পরে রওশন আরা মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়