শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকরা সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। শুরু হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা। যেদিকে চোখ যায় সেদিকেই সোনালী ফসলে ভরপুর। নানা দুর্যোগ পেরিয়ে মাঠে মাঠে সোনালী ফসল কৃষকদের ব্যাপক উৎসাহ,উদ্দীপনার যোগান দিয়েছে।

সরেজমিন কয়েকটি এলাকা ঘুরে ধান কাটার চিত্র চোখে পড়ে। উপজেলার মরাজানেরপাড় গ্রামের কৃষক হাফিজ মো. মনিরুদ্দীন ৩০ শতক জমিতে ব্রিÑ৪৯ জাতের ধান কাটা শুরু করেন। মনিরুদ্দীন বলেন, এবার মাঠে সোনালী ফসলে নতুন রূপ ধারণ করেছে। এক কিয়ার (৩০) শতক জমির ধান কেটে এগুলো বীজ হিসাবে রাখার চেষ্টা করছি। এই এক কিয়ার জমিতে ১৬ থেকে ১৭ মণ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন,তার প্রায় ১৮ কিয়ার জমিতে ফসল ভালো হয়েছে। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ১৭ হাজার ৩ শত হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের পরও ফসল ভালো হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষকরাও নবান্ন উৎসবের অংশ হিসাবে বিভিন্ন এলাকায় ফসল ঘড়ে তোলা শুরু করেছেন। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার রঘুনাথ নাহা বলেন, এ উপজেলায় বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে।

মাঠে কিছু ধান কিছুটা বিলম্বে পাকবে। সে ধান কাটতেও বিলম্ব হবে। তবে কৃষি বিভাগের সার্বিক নজরদারিতে এবছর ফসল ভালো হয়েছে এবং বাম্পার ফলনও হবে। তাই কৃষকরাও খুশি বলে তিনি দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়