শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোদমে নির্বাচন শুরু হলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় বাধ্য হবে : ইকবাল সোবহান

জুয়েল খান : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সকল দল যখন নির্বাচনের মাঠে নেমে যাবে তখন, প্রশাসন অনেকটা বাধ্য হয়েই নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সোমবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক আলোচনায় তিনি একথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিলো এখন সেটা কেটে গেছে। দেশের গণমাধ্যম এখন অনেক সক্রিয় এবং তারা দেশের কোথায় কি ঘটছে তাৎক্ষনিকভাবে তা প্রচার করছে কোনো ধরনের বাধা ছাড়াই।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এখন একধরনের আস্থা তৈরি হয়েছে যে, এবারের নির্বাচন আর আগের মতো সাংঘর্ষিক হবে না। এছাড়া দেশের ব্যবসায়ী মহল এখন স্বস্তিতে আছে আর সাংবাদিক সমাজ নির্বাচন নিয়ে আশাবাদি। প্রচার মাধ্যম অনেক স্বাধীন এবং তার অবাধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সবমিলে দেশে এখটা স্থির পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেনে, তারেক রহমানের বক্তব্য প্রচার করার বিষয়ে নির্বাচন কমিশনের উচিত আদালতের কাছে গিয়ে পরামর্শ নেয়া। তারেক রহমানের ভিডিও কনফারেন্সের কারণে ড. কামাল হোসেনও বিব্রতবোধ করছেন।

তিনি আরো বলেন, একটা অপশক্তি আছে যারা অন্ধকারে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী প্রতিহত করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ সফল হয়েছে, তা সফল হওয়ার কারণেই সবদল নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই বিএনপি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়