শিরোনাম

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মহারাজা মহারাজাই হয়’ বললেন এয়ার ইন্ডিয়ায় মুগ্ধ শাহরুখ

মুসফিরাহ হাবীব: ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ইদানিং অনেক সমালোচনা হয়েছে। রীতিমতো লোকসানেও চলতে হয়েছে এ বিমান সংস্থাকে। এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার পরিষেবায় মুগ্ধ হয়ে এর ভূয়সী প্রশংসা করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বললেন, “মহারাজা মহারাজাই হয়।”

নিজেকে অনানুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ঘোষণা করেন তিনি। নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে রোববার মুম্বাইয়ে পৌঁছেন শাহরুখ খান।

এরপরই টুইটারে তিনি লেখেন, “বিনা বাক্যব্যয়ে আমি নিজেকে এয়ার ইন্ডিয়ার বেসরকারি অ্যাম্বাসেডর ঘোষণা করতে চাই। বিমান কর্মী এবং চালক সবাইকে ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর অতিথি সেবা করেছেন দেখে আমি মুগ্ধ। সফর খুব সুন্দর কেটেছে মহারাজায়। আসলে মহারাজা তো মহারাজাই হয়।”

এয়ার ইন্ডিয়াও এর জবাবে বলেছে, “কিং খানকে খুশি করতে পেরে মহারাজা গর্বিত।” তারকার বলা কথাগুলো তাদেরকে আরো উদ্বুদ্ধ করবে।

এয়ার ইন্ডিয়ার মাসকট মহারাজা (সম্রাট) এবং লোগোর ভেতরে কোণার্কের চাকার সঙ্গে একটি উড়ন্ত রাজহাঁস রয়েছে। ঋণভারে জর্জরিত এই ‘মহারাজা’ তাদের খারাপ পরিষেবার কারণে বার বার সমালোচনার মুখে পড়ার পর শাহরুখের প্রসংশায় তার কিছুটা হলেও উপশম হয়েছে। এতে আনন্দ প্রকাশ করেছে সংস্থাটি।

শাহরুখের টুইটের পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে পাল্টা টুইটে তাকে ধন্যবাদ দিয়ে বলা হয়েছে, “কিং খানকে পরিষেবা দেওয়ার জন্য মহারাজা সবসময় তৈরি। শাহরুখ খান তার নামেই জনপ্রিয়। তার মত ব্যক্তিত্বর কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসায় এয়ার ইন্ডিয়া পরিবার খুব খুশী। মহারাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিং খান হলে আমরা কৃতজ্ঞ থাকব।”

এ টুইটার কথাবার্তার পর অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর না হয়েও এয়ার ইন্ডিয়ার লাভ করে দিলেন শাহরুখ। কারণ তার এ মন্তব্যের পর তার অনেক ভক্তই এ বিমানে চাপবেন। ফলে লাভের মুখই দেখবে এয়ার ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়