শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর আদায় বৃদ্ধি পেয়েছে ১১.৩৫ শতাংশ

রাশিদ রিয়াজ : গত বছরের চেয়ে এ বছর কর আদায়ের পরিমান বৃদ্ধি পেয়েছে ১১.৩৫ শতাংশ। সপ্তাহব্যাপী এবারের কর মেলায় কর আদায় হয়েছে ২ হাজার ৪’শ কোটি টাকার বেশি। একই সঙ্গে আয়কর রিটার্ন দাখিল জমা পড়েছে ৪৫ ভাগ বেশি। ৮টি বিভাগ ছাড়াও ৪৫টি স্থানে কর মেলায় এবার সাড়া পড়ে প্রচুর। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মেলার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে বলেন, কর মেলায় গত বারের চেয়ে ৪০ শতাংশ বেশি মানুষ এসেছে এবয় ১৬ লাখ মানুষ কর প্রদানে সেবা নিয়েছে। মেলায় টিন সংগ্রহ করেছে ৩৯ হাজার ৭৪৩ জন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছে ৩ হাজার ৭৭০ জন। ই-পেমেন্ট পোর্টাল ব্যবহার করে ১১’শ ৬০ জন ১৪ মিলিয়ন টাকা কর দিয়েছেন।

করের আওতা আরো সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করে এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক বড় ব্যবসায়ী রয়েছেন যারা অনেক কম কর দেন। তাদের চিহ্নিত করে জবাবদিহিতে বাধ্য করা হবে। কর মেলায় তরুণ-তরুণীদের অংশগ্রহণ এনবিআর’এর এধরনের উদ্যোগকে সফল করেছে বলে মন্তব্য করেন তিনি। তবে এবারের করমেলায় আগত অনেকে কর দেয়ার শেষ সময় আরো বাড়াতে বলেন। আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে রিটার্ন দাখিলের সময় সীমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়