Skip to main content

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে

এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহি চৌধুরী : আমিরুল ইসলাম : রোহিঙ্গা প্রত্যাবাসন খুব শীঘ্রই হচ্ছে না বলে জানিয়েছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইসফাক ইলাহি চৌধুরী। নির্বাচন নিয়ে সরকারের উচ্চ মহলের সবাই ব্যস্ত থাকার কারণে কেউ এ বিষয়ে এখন মনোযোগ দিচ্ছেন না। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মনে করেন তিনি। এ প্রতিবেদকের সাথে আলোচনাকালে তিনি বলেন, জাতিসংঘের পর্যবেক্ষকরা যদি মিয়ানমার গিয়ে রোহিঙ্গাদের সেখানে যাওয়ার পরিবেশ রয়েছে বলে মনে করেন তাহলে তাদের রিপোর্টের ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। এছাড়া গতকাল পর্যন্ত মিয়ানমারের রাখাইনের পরিবেশ বিবেচনা করলে দেখা যায় এখনো সেখানে রোহিঙ্গাদের উপর অত্যাচার,লুটতরাজ ও গণহত্যা চলছে। তাই রোহিঙ্গাদের সেখারে ফেরত যাওয়ার কোনো প্রশ্নই আসেনা । অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই। অনেক রোহিঙ্গা মনে করেন এখানে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে, নিয়মিত সাহায্য সামগ্রী আসছে তাই তারা যেতে আগ্রহী নন। রোহিঙ্গাদের নিয়ে তাদের কাজের ক্ষেত্র হওয়ায় অনেক এনজিও চাচ্ছে না যে রোহিঙ্গারা ফেরত যাক। গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকার চাপের মুখে থাকলেও, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় তারা এখন এ বিষয়টিতে মনোযোগ দিতে পারছে না। নির্বাচনের পরে জাতিসংঘ ও জাতিসংঘের বাইরে সবার সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টির সুরাহা করা হবে বলে তিনি জানান।

অন্যান্য সংবাদ