শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকার ফিরে পাওয়ার আশায় মানুষ বিএনপিকে ভোট দেবে : ইনাম আহম্মেদ চৌধুরী

লিয়ন মীর : বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেছেন, মানুষ মনে করছে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে মানুষ তার অধিকার ফিরে পাবে। মানুষ অধিকার ফিরে পাওয়ার আশায় আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করে টানা দশ বছর আন্দোলন করে আসছে। ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার বাস্তবায়ন করাই বিএনপির একমাত্র লক্ষ্য। কেননা বিএনপির দাবি আর জনগণের দাবির মাধ্যে কোনো তফাত নেই। তাই সঙ্গতকারণেই একাদশ সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইনের শাসন, গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকার রুদ্ধ করা হয়েছে। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নির্বাসনে এবং মানুষের শেষ সম্বল বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। সেইসাথে ক্ষমতাসীনদের কাছে জনগণের কোনো মর্যাদা নেই। এমন একটা দমবন্ধ পরিবেশে বিএনপি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, গণতন্ত্রের মুক্তি, আইনের শাসন ফিরিয়ে আনার লড়াই করে যাচ্ছে। মানুষ মনে করছে, বিএনপি ক্ষমতায় এলে তাদের অধিকার ফিরে আসবে, সেকারণেই মানুষ বিএনপিকে ভোট দেবে।

তিনি আরো বলেন, বিএনপি তো এখন ক্ষমতায় নেই। তাই জনগণের জন্য উন্নয়নমূলক কোনো কাজ করার সুযোগ বিএনপির হাতে নেই। এই সরকার জনগণের যে অধিকার কেড়ে নিয়েছে, বিএনপি সেই অধিকার রক্ষায় আন্দোলন করে যাচ্ছে। জনগণের পাশে আছে। যে দল জনগণের পাশে থাকবে, জনগণের কথা বলবে, স্বাভাবিকভাবে জনগণ সেই দলকেই ভোট দেবে। বিএনপি এখন জনগণের দল তাই আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়