শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকীয় ড্রয়ে ফ্রান্সকে বিদায় করে সেমিতে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে সোমবার রাতে জার্মানির মাঠে ২-২ ড্র করে নেদারল্যান্ডস। প্রথম লিগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল ডাচরা।

প্রথমার্ধে দুই গোল হজম করে শঙ্কায় পড়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কেননা, সেমিফাইনালে উঠতে তাদের মাত্র এক পয়েন্ট দরকার ছিল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জার্মানির সঙ্গে ড্র করে সে লক্ষ্য পূরণ করেছে ডাচরা।

৪ ম্যাচে মোট ৭ করে পয়েন্ট ফ্রান্স ও নেদারল্যান্ডসের। কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ে উঠেছে ডাচরা।

‘এ’ লিগের চার গ্রুপের শীর্ষ দলগুলো নিয়ে আগামী বছর জুনে হবে টুর্নামেন্টের শিরোপা লড়াই। গ্রুপ-২ থেকে সুইজারল্যান্ড, গ্রুপ-৩ থেকে পর্তুগাল ও গ্রুপ-৪ থেকে ইংল্যান্ড আগেই শেষ চার নিশ্চিত করেছে।

নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া জার্মানি। টনি ক্রুসের বাড়ানো বল নাব্রি ফ্লিক করার পর বল চলে যায় টিমো ভেরনার কাছে। ডান পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

১৯তম মিনিটের গোলে চালকের আসনে বসে যায় ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এবারও গোলের নেপথ্যের কারিগর ক্রুস। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে লেরয় সানের শট প্রতিপক্ষের এক খোলোয়াড়ের পায়ে লেগে ঠিকানা খুঁজে পায়।

আগের ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে আসা নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়ানোর জন্য গোলের দেখা পাচ্ছিল না। অন্যদিকে জার্মানির সানে-মুলাররা নষ্ট করতে থাকেন ব্যবধান বাড়ানোর সুযোগ।

৮৫তম মিনিটে ম্যাচে ফেরা গোল পায় ডাচরা। ডি রনের কাট ব্যাক থেকে পাওয়া বল দারুণ শটে জালে জড়িয়ে দেন প্রমেস। ৯০তম মিনিটে ফন ডেইকের ভলিতে মানুয়েল নয়ার পরাস্ত হলে ম্যাচ ড্র হয় এবং সেমিতে উঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়