শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিতে সদয় ইসি!

বাংলাদেশ জার্নাল : শুরু থেকেই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সরকারপ্রীতির অভিযোগ করে আসছে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু সেই ইসিই হঠাৎ করে সদয় হয়ে উঠেছে বিএনপির ওপর।

তাদের করা অভিযোগের প্রতিকার যতোটাই আসুক, বিরুদ্ধে আসা অভিযোগগুলোর সুরাহা হচ্ছে অনেকটা ইতিবাচকভাবেই। বিশেষ করে স্কাইপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃত দলীয় মনোনয়নপ্রত্যাশীদের স্বাক্ষাৎকার গ্রহণে বাধা না দেয়ার সিদ্ধান্ত, ব্যানার-পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা না দেয়া, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কাউকে অহেতুক হয়রানী না করতে আইজিপিকে নির্দেশনা প্রদান সুষ্ঠু ভোট আয়োজনের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারেকের বিষয়ে কোনো পদক্ষেপ নয়

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না ইসি। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে তারেকের এই কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলেই মত দিয়েছেন কমিশনাররা। বৈঠকের পর নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই।

এর আগে, গত রোববার থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। দণ্ডিত ব্যক্তি কর্তৃক এ ধরনের কার্যক্রমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দাবি করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ওইদিনই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ একাধিক নেতা তারেক রহমানের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান ইসির কাছে। এরপর বিষয়টি নিয়ে সোমবার বৈঠক করে নির্বাচন কমিশন।

এর আগে, দুপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারেক রহমানের বিষয়ে কোনো অভিযোগ পেলে কমিশন বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। পরে বৈঠকে ব্যবস্থা না নেয়ারই নিদ্ধান্ত হয়।

ইসি সচিব বলেন, আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়েছে। তারেক রহমান বিদেশ থেকে অনলাইনে কথা বলেছেন। তার এটি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না। এক্ষেত্রে নির্বাচন কমিশনেরও কিছুই করার নেই।

নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় অহেতুক হয়রানি নয়

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, গত ১৪ নভেম্বর নয়াপল্টনে অনাকাঙ্খিত ঘটনার অডিও, ভিডিও ও স্টিল ছবিসহ বিস্তারিত প্রতিবেদন আইজিপির কাছে চাওয়া হয়েছিল। তিনি প্রতিবেদন দিয়েছেন। এতে দেখা যায়, পল্টনের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। এ ঘটনার তদন্ত চলতে আপত্তি নেই। এতে বাধা দেবে না ইসি।

তিনি আরো বলেন, তবে এ ঘটনার সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিদের অহেতুক হয়রানি না করতে আইজিপিকে নির্দেশনা দেয়া হয়েছে।

পোস্টারে খালেদা-তারেকের ছবিতে বাধা নেই

দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হয়েছে। তাদের ছবি দলীয় প্রধান হিসেবে প্রার্থীরা পোস্টারে ব্যবহার করতে পারবেন কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ব্যবহার করতে চাইলে পারবেন। এটা রাজনৈতিক দলের দলীয় সিদ্ধান্ত। আইনে কোনো সমস্যা নেই।

এ সময় বিএনপির দেয়া মামলা-গ্রেপ্তারের তালিকা প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, বিএনপির তালিকায় ৮ নভেম্বরের আগের কিছু ঘটনা রয়েছে। সেগুলোর বিষয়ে ইসির কিছু করার নেই। তবে তফসিলের পরেরগুলো সম্পর্কে বিএনপি বিস্তারিত বর্ণনা না করায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে আলোচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়