শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের কারনে ধ্বংস হয়ে গেছে সিন্ধু সভ্যতা!

আসিফুজ্জামান পৃথিল : প্রতœতাত্বিকদের কাছে এখনও এক রহসস্যের নাম সিন্ধু সভ্যতা। এই নগর সভ্যতার সৃষ্টি নিয়ে যতটা না রহস্য তার চাইতে ঢেঢ় বেশি রহস্যময় মহেঞ্জাদারো এবং হরপ্পার ধ্বংস হয়ে যাওয়া। কেনো এই দুই মহান শহর ধ্বংস হয়ে গেলো তার যথাযত প্রমাণ আজো মেলেনি। তবে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন নতুন এক সম্ভাবনার কথা। খুব সম্ভবত জলবায়ু পরিবর্তনের কারণেই ধ্বংস হয়ে গেছে ৪ হাজার বছরের এই পুরাতন সভ্যতা! সায়েন্স অ্যালার্ট

কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যায়, আজ আমরা জলবায়ু পরিবর্তনকে যেভাবে দেখি, সেসময় বৈশি^ক উষ্ণতা বৃদ্ধি একইভাবে সম্ভব ছিলো কিনা? গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন মানেই বৈশি^ক উষ্ণতা বাড়বে তা নয়। সেসময় সিন্ধু নদীর চারিপাশে দেখা দিয়েছিলো ‘মিনি বরফ যুগ’! সিন্ধু এলাকায় ক্রমাগত দীর্ঘ হচ্ছিল শীতকাল আর গ্রীষ্মকালে দেখা দিচ্ছিল তীব্র খরা! এর নেতিবাচক প্রভাব পড়েছিলো কৃষিখাতে। এরফলে হরপ্পার প্রশাসন তাদের নাগরিকদের যথেষ্ট খাদ্য সরবরহ করতে পারছিলো না। তাই তারা একমাত্র যৌক্তিক কাজটিই করেছে। এলাকা ছেড়ে চলে গিয়েছে।
উডস হোল সমুদ্রগবেষণা ইন্সটিটিউট এর ভূতত্ববীদ লিভিউ গিওসান এ বিষয়ে বলেন, ‘সিন্ধুর আশেপাশে গ্রীষ্মকাল একবারেই শুকনো যাচ্ছিল। কিন্তু নিচের অংশে বৃষ্টি নিয়মিতই হতো। যখন ভূমধ্যসাগর থেকে আসা শীতকালীন ঝড় হিমালয়ে আঘাত করতো, পাকিস্তান এলাকায় বৃষ্টিপাত হতো। কিন্তু বাকি সময় পানির প্রচ- অভাব থাকতো।’

আরব সাগরের তলদেশে প্রাপ্ত প্রাচীন পলিমাটি পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে। হঠাৎ করে মৌসুম পরিবর্তন হওয়াতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে বলেই নিশ্চিত হতে যাচ্ছেন গবেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়