Skip to main content

একীভূত হচ্ছে অস্ট্রেলিয়ান মিডিয়া জায়ান্ট ফেয়ারফক্স এবং নাইন

আসিফুজ্জামান পৃথিল : অস্ট্রেলিয়ার মিডিয়া জায়ান্ট ফেয়ারফক্স টেলিভিশন নেটওয়ার্ক নাইন এন্টারটেইনমেন্ট এর মঙ্গে একীভূত হতে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে। এই এক ঘটনায় নড়েচড়ে বসেছে পুরো দেশের গণমাধ্যম। বিবিসি শেয়ারহোল্ডারদের সিংহভাগই এই মাল্টিবিলিয়ন ডলারের একীভূতকরণের অনুমোদন দিয়েছেন। গতবছর অস্ট্রেলিয়া গণমাধ্যমের মালিকানা সংক্রান্ত আইন শিথিল করায় এ চুক্তি সম্ভব হলো। নতুন এই অংশীদারিত্ব পরিচিত হবে নাইন নামে। বহুল পরিচিত ফেয়ারফক্সের নাম আর থাকছে না। ফেয়ারফক্স চেয়ারম্যান নিক ফেলোন জানিয়েছেন, ৭ ডিসেম্বর আদালতের অনুমোদনের পর এই একীভূতকরণ কার্যকর হবে। দেশটির অন্যতম বৃহৎ নাইনের টেলিভিশন নেটওয়ার্ক এবং ফেয়ারফক্সের পপ্রখ্যাত সংবাদপত্র; যেমন, সিডনি মর্নিং হোরাল্ড, মেলবোর্নের দ্য এজ এবং অস্ট্রেলিয়ান ফাইন্যানশিয়াল রিভিউ। এ ছাড়াও ফায়ারফক্সের বিভিন্ন রেডিও ্ওবং ডিজিটাল সম্পদও এ একীভূতকরণের আওতায় থাকবে। গত বছর আইন পরিবর্তনের পূর্বে, প্রতিষ্ঠান মালিকরা এক শহরে একই সঙ্গে সং!বাদপত্র, টেলিভিশন এবং রেডিও’র মালিকানা পেতে পারতেন না। গণমাধ্যমের বৈচিত্র রক্ষায় এ আইন ছিলো। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত ফেয়ারফক্স সাম্প্রতিক বছরগুলোতে ক্রমহ্রাসমান আয়ের কারণে টিকে থাকতে হিমশিম খাচ্ছিল। বহু সাবেক এবং বর্তমান ফেয়ারফক্স কর্মী এই চুক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যান্য সংবাদ