শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের আয়োজন করবে চীন: শি জিনপিং

নূর মাজিদ : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলে দেশটির দ্বিতীয় বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ- বিআরআই ফোরাম আয়োজন করা হবে। গত রোববার দেশটির প্রেসিডেন্ট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদানকারী দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে এমন কথা বলেন। এসময় শি বলেন, ‘আঞ্চলিক যোগাযোগ এবং সহায়তা বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব দেয় চীন। এই লক্ষ্যে নেয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে নেয়া প্রকল্প ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ বাস্তবায়নে নতুন গতি সঞ্চারিত হয়েছে।’ এসময় তিনি আরো বলেন, এই প্রকল্পগুলো কার্যকর করতে চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে।

চীন চায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে এই দেশগুলোর অর্থনীতিও লাভবান হোক। বিশেষ করে, এর সফল বাস্তবায়ন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অবস্থিত দেশগুলোর নাগরিকদের জন্য সুফল বয়ে আনবে বলেই আশা প্রকাশ করেন তিনি। এই লক্ষ্যেই আগামী এপ্রিলে দ্বিতীয় বিআরআই ফোরামের আয়োজন করা হবে বলে জানান তিনি।

বিআরআই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গৃহীত পররাষ্ট্র নীতির মূল অংশ। এর আওতায় এই অঞ্চলের দেশগুলোর বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য সহায়ক অবকাঠামো নির্মাণে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের প্রায় ৮০ টি দেশে বিনিয়োগ করছে চীন। বর্তমানে এর ব্যাপ্তি উত্তর মেরু থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই সকল অঞ্চলে চীনের পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক কার্যক্রম বিআরআই প্রকল্পকে কেন্দ্র করেই বাস্তবায়ন করা হচ্ছে। গ্লোবাল টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়