শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকতে ৯ শ কোটি ডলার দেবে গুগুল

নূর মাজিদ : অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম এবং আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল সার্চই সবচাইতে ভালোমানের সেবা প্রদান করতে সক্ষম, জানিয়েছেন অ্যাপলের শীর্ষ নির্বাহী টিম কুক। অ্যাপল সাফারি ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকতে গুগলের সঙ্গে করা চুক্তিকে সমর্থন করে গত রোববার এইচবিও চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এই সময় তিনি অ্যাপল ও গুগলের মাঝে স¤পাদিত ৯ শ কোটি ডলারের চুক্তিকে সমর্থন করে বলেন, উচ্চমানের সেবা প্রদানের পাশাপাশি ভোক্তাদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম অ্যাপলের সাফারি ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল। এই চুক্তির আওতায় ২০১৮ সালে অ্যাপলের ডিফল্ট সার্চে নিজেদের অবস্থান ধরে রাখতে ৯শ কোটি ডলার দেবে গুগল এবং ২০১৯ সালে গুগল প্রদত্ত অর্থের পরিমাণ ১ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হবে বলেই জানিয়েছে বিজনেস ইনসাইডার। এই বিষয়ে গোল্ডম্যান স্যাক্সের প্রধান অর্থনীতি বিশেষজ্ঞ রড হল বলেন, গুগলের সঙ্গে স¤পাদিত চুক্তির ফলে আর্থিকভাবে প্রচুর লাভবান হবে অ্যাপল। তাই তারা এই চুক্তিকে সমর্থন করছে।

তবে গত রোববার অ্যাপলের শীর্ষ নির্বাহী টিম কুক বলেন, তিনি ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ কো¤পানির বেশকিছু নিরাপত্তা ব্যবস্থাকে সমর্থন করেন না। প্রাইভেসি পলিসির নামে এই সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকের তথ্য চুরিতে ভূমিকা রাখে। যা নিজ ভোক্তাদের ওপর নজরদারির শামিল। তবে আইফোন ব্যবহারকারীদের এমন সমস্যায় পড়তে হবেনা বলেও আশ্বস্ত করেন কুক। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এমন অনধিকার চর্চার সমালোচনা করে কুক বলেন, এই সমস্ত কারণেই মুক্তবাজার ব্যবস্থা কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়