শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডুবাইয়ে সোনায় মোড়া হোটেলের সিলিং

আসনাত চৌধুরী রিভা : দুবাইয়ে মিললো সোনায় মোড়া হোটেলের সিলিংয়ের সন্ধান। এই হোটেল প্রাসাদের মূল আকর্ষণই হলো সোনার সিলিং। কেরলের ইঞ্জিনিয়ার মনোজ কুরিয়াকোসে এই হোটেল স্থপতির দায়িত্বে রয়েছেন। ৩০০ কোটির দিয়ে তৈরী এই হোটেল এমিরেটস প্যালেস বিশ্বের অন্যতম বহুমূল্যের একটি হোটেল। ২০০৫ সালে এটি স্থাপন করা হয়। হোটেলটির পূর্ব থেকে পশ্চিমে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সোনার পাতা। পৃথিবীর আর কোথাও এরকম সোনার পাতায় মোড়া হোটেলের সিলিং পাবেন না, বলে দাবি করেন স্থপতি। আনন্দবাজার

প্রায় ২২০০ বর্গমিটার জায়গা জুড়ে হোটেলের সিলিং সোনা এবং সোনার জলে রুপোর পাত দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। ২২ ক্যারাটের মত সোনা ব্যবহার করা হয়েছে এই সিলিংয়ে। সোনার পাতা দিয়ে সিলিং গুলো মোড়ানো হয়েছে, যার স্থায়িত্ব চার থকে পাঁচ বছর মাত্র। তাই এগুলিকে বারবার বদলাতে হবে। এক বর্গ মিটার সিলিংয়ে থাকে ৫০টি সোনার পাতা। একেকটি স্বর্ণপত্রের মূল্য প্রায় ৭২০০ ভারতীয় রুপি।

প্রতিদিন চার থেকে ছয় বর্গমিটার সোনার পাতা বদলাচ্ছে কুরিয়াকোসের টিম। প্রতি বছর প্রায় ৯৪ লাখ রুপি সোনার পাতার নকশা বসে হোটেলের সিলিংয়ে।
একটা লাল বেস কোটের উপরে এই পাতাগুলি বসানো হয়। বিশেষ আঠা ব্যবহার করা হয়। হাত দিয়েই পাতার আকার দেওয়া হয় পাতগুলিতে। কাজ শেষ হলে একটা সুরক্ষা বর্ম দেওয়া হয় সূক্ষ্ম পাতার উপরে। অতিথিরাও এই কাজ দেখে মুগ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়