Skip to main content

বিভিন্ন সংগঠনের সঙ্গে ১৪ দলের মতবিনিময় মঙ্গলবার

সমীরণ রায়: মুক্তিযোদ্ধাদের সংগঠন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এই সভা মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

অন্যান্য সংবাদ