শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেকের বিরুদ্ধে ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান নাসিমের

সমীরণ রায়: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার রাজধানীর শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করে কেউ যদি কোনো বক্তব্য দেয় এবং আচরণ বিধি লংঘন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহবান থাকবে তারা যেন কঠোর ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতি দল সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে এসেছে, এটা ভালো খবর। আশা করি তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে এবং জনগনের রায় নেওয়ার জণ্য প্রস্তুত থাকবে।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপেক্ষ হবে এটা নিশ্চিত। কারচুপরির কোনো প্রশ্নই ওঠে না। ইসিও বলেছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

মোহাম্মদ নাসিম বলেন, যারা এতোদিন বঙ্গবন্ধুর কথা বলে মুজিব কোট পরে এখন ধানের শীষে যোগ দিয়েছেন তারা ভণ্ড ও প্রতারক। আগামী ৩০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়ে বিচার করবে। এরা সবাই প্রতারকের দল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সব দল নির্বাচনে আসায় দেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ এখন উৎসাহ নিয়ে নির্বাচনমুখী। তাই দেশের উন্নয়নের ধারা রক্ষায় জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিকেল করেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম প্রমুখ। সম্পাদনা: মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়