শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ১০:০৮ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ইসি

সাইদ রিপন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনর (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্ব অন্যান্য কমিশনারসহ ইসি সচিব উপস্থিত রয়েছেন। বৈঠকে তারেক রহমান ইস্যু ছাড়াও রাজধানীর নয়াপল্টনে বিএনপি মনোনয়নপত্র বিক্রির সময় সংঘর্ষ ও পুলিশের গাড়িরে আগুন দেয়া নিয়ে আলোচনা হবে। সংসদ নির্বাচনের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।

বৈঠক শুরুর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, আজ (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বৈঠক করব, তখন সেখানে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, রোববার আওয়ামী লীগ অভিযোগ দিয়েছে যেহেতু উনি (তারেক রহমান) কনভিকটেড ও পলাতক ব্যক্তি তাই এভাবে তিনি মনোনয়নপত্র যাচাই করতে পারেন না। আরেকটি ব্যাপার হলো হাইকোর্টের একটি নির্দেশনা আছে, লাইভে এসে তিনি এভাবে কথা বলতে পারেন না। প্রথম দিন এ ধরনের সাক্ষাৎকার নেয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আপত্তি করে। এর মধ্যে সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান।

প্রসঙ্গত ইসির পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়