শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০৭:৫০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে ওঠার লড়াইয়ে ‍মুখোমুখি শেখ জামাল ও আবাহনী

নিজস্ব প্রতিবেদক : সাতদিনের বিরতি শেষে আজ সোমবার সেমিফাইনাল দিয়ে আবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। প্রথম সেমিফাইনালেই মুখোমুখি আবাহনী ও শেখ জামাল। খেলা শুরু হবে বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলাটি সরাসরি সম্প্রচার করতে চ্যানেল নাইন।

দুই বছর আগে ফেডারেশন কাপ ফুটবলের হ্যাটট্রিক শিরোপার হাতছানি ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সামনে। তাদের সে স্বপ্ন ভেঙ্গে যায় কোয়ার্টার ফাইনালে আরামবাগের কাছে হেরে। গত আসরেও ফাইনালমঞ্চে ওঠা হয়নি তাদের, বিদায় নেয় আবাহনীর কাছে সেমিফাইনালে হেরে। ৩ বারের চ্যাম্পিয়ন দলটির ফাইনালের ওঠার পথে এবারো বাধা সেই আবাহনী।

ফেডারেশন কাপে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি আবাহনীর। সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন আকাশী-হলুদরা আর দুটি ম্যাচ জিতলেই দুই হ্যাটট্রিক শিরোপা জয়ের নতুন রেকর্ড হবে তাদের। ১০ বারের চ্যাম্পিয়নদের সেই স্বপ্নের পথে বাধা শেখ জামাল, যে দলটি দুই বছর আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ঘরে ফিরেছিল।

শেখ জামাল অপরাজিত থেকেই উঠেছে সেমিফাইনালে। গ্রুপ পর্বে তারা নোফেল এসসিকে ২-১ গোলে হারিয়ে পরের দুই ম্যাচ ড্র করে বসুন্ধরা কিংস ও মোহামেডানের সঙ্গে ১-১ গোলে। কোয়ার্টার ফাইনালে তারা সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ২-১ গোলে।

তিন দলের গ্রুপে থাকায় আবাহনী খেলেছে দুই ম্যাচ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে হেরে শেখ রাসেলের কাছে ১-০ গোলে। কোয়ার্টার ফাইনালে আবাহনী ২-১ গোলে হারিয়েছে ২-১ গোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়