শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক আইজিপিকে মনোনয়ন না দিতে একাট্টা ১১ মনোনয়ন প্রত্যাশী

আসাদুজ্জামান সম্রাট : পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদকে দলীয় মনোনয়ন না দিতে একাট্টা হয়েছে কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের ১১ জন মনোনয়ন প্রত্যাশী। তারা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধ স্বাক্ষীর ছেলেকে নূর মোহাম্মদকে আওয়ামী লীগের মনোনয়ন না দিতে দলীয় প্রধান শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, আইজিপি নূর মোহাম্মদের পিতা নুন্দর আলী আগরতলা ষড়যন্ত্র মামলার স্বাক্ষী এবং পাকিস্তান আর্মির গুপ্তচর ছিলেন। স্বাধীনতা যুদ্ধে সে এবং তাঁর পরিবার স্বাধীনতা বিরোধী ছিল। তাঁর অত্যাচারী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের জন্য এলাকাবাসী অতিষ্ঠ হয়ে প্রকাশ্যে দিনের বেলায় তাকে হত্যা করে।

নূর মোহাম্মদ সরকারি চাকরিতে থাকাকালীন অসৎ ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়। যা দুর্নীতি দমন কমিশনে তদন্তনাধীন। বর্তমানে এলাকায় তিনি বিএনপির সন্ত্রাসী ও অপরাধীদের নিয়ে ত্রাস সৃষ্টি করেছে। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী তার সঙ্গে নেই। তার প্রচারসভায় সে কোনোদিন জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা সরকারের কোনো উন্নয়ন বিষয়ে কথা বলেন না।

চিঠিতে আরো বলা হয়, গত ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তার সমর্থকরা তাকে অংশগ্রহণের কথা বললে সে বলেন, ‘এসব কাজে কাজে আমি যাই না।’ এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে জনগণের সামনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তুলে ধরা কঠিন হবে। কিশোরগঞ্জ-২ আসনটি আওয়ামী লীগের ভোট ব্যাংক। দল থেকে যেকোনো ভালো, ক্লিন ইমেজ ও বিতর্কিত নন এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে তিনি সহজেই নির্বাচিত হয়ে আসতে পারবেন।

কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন পেতে মোট ১৩জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। যার মধ্যে ১১জনই এই চিঠিতে স্বাক্ষর করেন। এরা হলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নূরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু, ইঞ্জিনিয়ার এমএ মান্নান, মইনুজ্জামান অপু, মো. তরিকুল মোস্তাক রানা, ডা. মাজহারুল মান্নান ও অ্যাডভোকেট লায়ন মো. নূরুজ্জামান ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়