Skip to main content

বাংলাদেশের বিরোধিতায় অবস্থান পাল্টায়নি চীন-রাশিয়া

তরিকুল ইসলাম : রোহিঙ্গা ইস্যুতে বৈশ্বিক ফোরাম ও জাতিসংঘে বাংলাদেশের বিরোধিতায় অবস্থান পাল্টায়নি চীন-রাশিয়া। সর্বশেষ গত শুক্রবার জাতিসংঘ থার্ড কমিটিতে রোহিঙ্গা ইস্যুতে আনা একটি রেজ্যুলেশন পাশ হয়। ১৪২টি দেশ পক্ষে ভোট দিলেও চীন, রাশিয়াসহ মিয়ানমারের সহযোগী ১০টি দেশ প্রস্তাবের বিরোধিতা করে বিপক্ষে ভোট দেয়। এর আগে গত ২৪ অক্টোবর মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ সভা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নিরাপত্তা পরিষদের নয়টি দেশ অংশগ্রহণ করলেও চীন ও রাশিয়া মিয়ানমারের দায়ব্ধতার প্রশ্নে বিরোধিতা করে। ঠিক তার তিনদিন পর ২৭ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে চীনের জননিরাপত্তা মন্ত্রী ঝাও কেজি বলেন, সঙ্কট সমাধানে চীন ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। রাখাইন পরিস্থিতি নিয়ে গত বছরের ১৯মার্চ একটি বিবৃতি দিতে চেয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু সে সময়ও চীন ও রাশিয়ার বিরোধীতায় তা আটকে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক সংস্থাগুলো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছে না। চীন ও রাশিয়ার ভেটো থেকে এটা স্পষ্ট যে, নিরাপত্তা পরিষদের অ্যাজেন্ডা থেকে মিয়ানমারকে বাইরে রাখতে চায় প্রভাবশালী ওই দুই দেশ। একই সঙ্গে নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে বিবৃতি প্রকাশ হলে মিয়ানমারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেত। সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা নিপীড়ন বিরোধী প্রস্তাবে চীন ও রাশিয়ার সমর্থন না পাওয়ায় গভীর হতাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার মতে, এ নিয়ে জাতিসংঘে দফায় দফায় প্রস্তাব উত্থাপিত হয়েছে কিন্তু তাতে ধারাবাহিকভাবে ভেটো প্রদান করে আসা চীন ও রাশিয়ার অবস্থান এখনও পাল্টায়নি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকীকরণের পরিবর্তে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা এবং দ্বিপক্ষীয় সমঝোতার পক্ষেই অবস্থান চীন ও রাশিয়ার। প্রত্যাবাসন প্রশ্নে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হলেও বাংলাদেশ বারবার বলে আসছে আন্তর্জাতিক চাপ সরে গেলে মিয়ানমার তা বাস্তবায়নে গড়িমসি করবে। এ কারণে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সব ফোরামেই মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার নীতি নিয়েছে।

অন্যান্য সংবাদ