শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ১০:৫১ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরিকত থেকে মনোনয়ন ফরম কিনলেন আ.লীগ নেতা

আদম মালেক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খান তরিকত ফেডারেশনের মনোনয়ন ফরম কিনেছেন। রবিবার তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও তার ছেলে তৈয়্যবুল বশর মাইজভান্ডারীর হাত থেকে এই মনোনয়ন ফরম নেন বলে জানিয়েছেন সৈয়্যদ নজিবুল বশর মাইজভান্ডারী।

এর আগে গত ১১ নভেম্বর আনোয়ার হোসেন খান নিজ দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন।
এ প্রসঙ্গে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়্যদ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমার দল থেকে যে কেউ মনোনয়ন নিতে পারবেন। আনোয়ার হোসেন খানও নিয়েছেন। তবে তিনি আমার দলে যোগ দেননি।
আনোয়ার হোসেন খানের প্রার্থিতা প্রসঙ্গে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘আমরা আওয়ামী লীগে নেতৃত্বাধীন জোটের শরিক। বর্তমানে আমাদের দল থেকে দুজন সংসদ সদস্য আছেন। এবার ১০টি মতো আসন চেয়েছি আমরা। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, আমরা তাই মেনে নেবো। আমাদের সিদ্ধান্তও নেত্রী দেবেন, ফলে আনোয়ার হোসেন খানের বিষয়েও নেত্রীর সিদ্ধান্তের বাইরে কিছু হবে না। তিনি কোন দল থেকে নির্বাচন করবেন, সেটি নেত্রীই ঠিক করবেন।’
তরিকত ফেডারেশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ার হোসেন খান বলেন, ‘এখন মিটিংয়ে আছি। এই বিষয়ে পরে জানাবো।’

উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তার আসনে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খানকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে জানতে চাইলের এম এ আউয়াল বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে আমাদের দলের সদস্যরা আরও বেশি আসনে জোটগতভাবে নির্বাচন করতে পারেন, সেই চেষ্টা করেছেন দলের চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়